দুপুরে তামিম ইকবাল তার ফেসবুক পেজে এ খবর দেন। সন্তান এবং স্ত্রী আয়েশা ভালো আছেন বলে জানিয়েছেন তামিম।
ফেসবুকে তামিম লিখেছেন, 'মহান আল্লাহর অশেষ রহমতে আজ সকালে আমাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। চিকিৎসকরা তাকে (ছেলেকে) ২৪ ঘণ্টা নিবীড় পর্যবেক্ষণে রেখেছেন। সন্তান এবং স্ত্রী উভয়েই ভালো রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
স্ত্রীর পাশে থাকতে তামিম এখন ব্যাংককে রয়েছেন। এশিয়া কাপেও খেলছেন না তিনি। পিতৃত্ব লাভের সুখময় সময় সহধর্মিণীর সঙ্গে ভাগাভাগি করে নিতে বাংলাদেশের ড্যাশিং ওপেনার আপাতত ক্রিকেট-উইকেটের মোহ থেকে মুক্ত।
বলা যায়, আমাদের পরিবারের মেরুদণ্ড, সবার জন্য ওর ভালোবাসা আর ত্যাগ দেখে প্রায়ই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কেউ যদি তার সাহায্য ও উপদেশের জন্য অপেক্ষা করে, তাহলে তিনি কখনোই নিরাশ হবেন না। আমি প্রতিদিন তার সঙ্গে থাকি আর অবাক হয়ে দেখি কীভাবে ও এত-শত কাজ এতটা যত্ন নিয়ে করে। একজন মায়ের জন্য ও সেরা সন্তান, সেরা বন্ধু, সেরা স্বামী আর ইনশাআল্লাহ সন্তানের সেরা বাবা হবে। আশা করি, তুমি কখনও বদলে যাবে না। আল্লাহ সব সময় তোমার পাশে থাকুক আর পৃথিবীর সবটুকু সুখ তুমি পাও। অনেক ধন্যবাদ জীবনের এই কঠিন নয়টি মাস পাশে থাকার জন্য। তোমাকে ভালোবাসি।
উল্লেখ্য, স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছর প্রেম করে ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিম-আয়েশা।
No comments:
Post a Comment