যৌথ প্রযোজনার নামে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতারণার বিষয়ে এমনিতেই সমালোচনা ফুঁসে উঠছে চিত্রাঙ্গনসহ সারা দেশে। এরই মধ্যে এক সপ্তাহে ভারতীয় দুই ছবি মুক্তি দেয়াকে কেন্দ্র করে বিতর্ক নতুনভাবে মোড় নিতে শুরু করেছে।
এ সপ্তাহে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষে’র পাশাপাশি মুক্তি পেয়েছে ভারতীয় দুই ছবি ‘বেলা শেষে’ও ‘বেপরোয়া’।
এ প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সমিতির নিষ্ক্রিয়তার কারণেই এমনটি হচ্ছে। ফলে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির চাটুকার কিছু মানুষ আমাদের দেশকে ভারতীয় সিনেমার বাজার বানানোর পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে।’
এছাড়াও বিষয়টির প্রতি সরকার যদি দৃষ্টিপাত না করে তাহলে আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বলেও তিনি মনে করেন। এক দিনে দুই ভারতীয় ছবির মুক্তি কোনোভাবে মেনে নিতে পারছেন না চলচ্চিত্রের আরেক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র প্রযোজনা শিল্পী সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বাজারে ভারতীয় চলচ্চিত্রের এভাবে অবাধ বিচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এতে আমাদের ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়বে। যারা বিষয়টির পক্ষে কাজ করতে চাইছেন, তারা শুধু ব্যবসার দিকটিই বিবেচনা আনছেন। আমাদের শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই ভাবছেন না।’
No comments:
Post a Comment