Friday, February 26, 2016
ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একইসঙ্গে দেশটির বিশেষজ্ঞ পরিষদেরও নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টায় ভোট নেয়া শেষ হবে। পার্লামেন্টের আসনসংখ্যা ২৯০। মেয়াদ চার বছর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, ইরানে ভোট নেয়া শুরু হয়েছে। দেশব্যাপী লাখো ইরানি তাঁদের ভোট দেবেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভোট দেয়ার যোগ্য ভোটারের সংখ্যা প্রায় ৫৫ মিলিয়ন (সাড়ে পাঁচ কোটি)। অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদের আসন ৮৮। ধর্মীয় নেতাদের প্রভাবশালী এই কমিটির মেয়াদ আট বছর। তাঁরাই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবেন। পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ- দুটিতেই বর্তমানে রক্ষণশীলদের আধিপত্য রয়েছে। এই নির্বাচনকে উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইরানের রাজনীতি মূলত বিভিন্ন রাজনৈতিক দলের পরিবর্তে উদারপন্থী ও রক্ষণশীল এই দুই ধারায় বিভক্ত। আজকের নির্বাচনেও এই দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment