বিএনপির ‘চেয়ারপারসন’ ও ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ পদে ভোটের তফসিল ঘোষণা করেছে দলটি। আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিলের দিন এই দুই পদে ভোট গ্রহণ হবে। সোমবার দলের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই তফসিল ঘোষণা করেন।
জমির উদ্দিন সরকার বলেছেন, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারপাসন পদে নির্বাচনের জন্য ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। জমা দেওয়া যাবে ৪ মার্চ পর্যন্ত। ৫ মার্চ বাছাই হবে এবং ৬ মার্চ পর্যন্ত মনেনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
জমির উদ্দিন সরকার বলেন, শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজে কিংবা লিখিতভাবে মনোনীত এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে, জমা দিতে বা প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।
বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হতে বয়স অন্তত ৩০ বছর হবে হবে ও তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।
No comments:
Post a Comment