প্রথম পাকিস্তানি হিসেবে শারমীন ওবায়েদ চিনয় দ্বিতীয়বারের মত অস্কার পুরস্কার অর্জন করেছেন।
'এ গার্ল ইন দ্য রিভার' ছবির সুবাদে তিনি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে অস্কার জয় করেন। খবর ডন অনলাইনের।
সানা সাফিনাজের কালো গ্রাউন পরে শারমীন তার মা এবং তথ্যচিত্র দলের সঙ্গে লাল কার্পেটে হেঁটে যান। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, 'আমি আরেকবার জয় করলাম।'
শারমীন তার এই পুরস্কার পাকিস্তানের অনার কিলিংয়ের (সম্মানের জন্য হত্যা) শিকার নারীদের উৎসর্গ করেছেন।
এর আগে সেভিং ফেসেস দিয়ে ২০১২ সালে প্রথমবারের মতো পাকিস্তানের এই নারী নির্মাতা অস্কার জিতেছিলেন। আর এবারে ৮৮তম অস্কারে শারমীন ওবায়েদ চিনয় বাজিমাত করলেন আবারও।
এছাড়া শারমীন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী নারীদের নিয়ে 'জার্নি অব এ থাউজ্যান্ড মাইলস: পিস কিপারস' নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন।
শারমীন ওবায়েদ চিনয় তার 'এ গার্ল ইন দ্য রিভার'- এ ১৮ বছর বয়সী একটি মেয়ের অনার কিলিং থেকে লড়াইয়ের বাস্তব জীবন চিত্র ফুটে তুলেছেন।
চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শারমীন ওবায়েদ চিনয়ের এই তথ্যচিত্র দেখে অর্নার কিলিং আইনে পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment