এসএসসির ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করায় এক হাজার ২০৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে সরকার। আগামী ২৫ মার্চের মধ্যে এসব প্রতিষ্ঠানকে নোটিশের জবাব দিতে হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, জবাব পাওয়ার পর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৩ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ নিয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে ৮০৩টি শিক্ষা অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। ৯৯৯টি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বাড়তি টাকা নেয়নি। ১২০৯টি শিক্ষা প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান বেতন-ফি বাবদ অতিরিক্ত টাকা নিয়েছে সেগুলোর তালিকা পাওয়া গেছে। সরকারের আরেকটি এজেন্সি এ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হয়েছে।
No comments:
Post a Comment