ফিফার নতুন সভাপতিকে প্রতারক বলে মন্তব্য করলেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। শুক্রবার রাতে ফিফা বেছে নিয়েছে নতুন সভাপতি। সেপ ব্ল্যাটারের ১৮ বছরের রাজত্বের আনুষ্ঠানিক অবসানে স্থলাভিষিক্ত হল আরেক সুইস জিয়ান্নি ইনফান্তিনো। তারপর থেকেই অভিনন্দন বৃষ্টিতে ভিজছেন নতুন সভাপতি। মূল প্রতিদ্বন্দ্বী শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাও সব ভুলে বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত।
তবে ইনফান্তিনোকে ফুটবলের সর্বময় কর্তা হিসেবে একেবারেই মেনে নিতে পারছেন না ডিয়েগো ম্যারাডোনা । শুরু থেকেই ফুটবলের দুর্নীতি নিয়ে ম্যারাডোনা বলেন, ‘সে একজন প্রতারক। তার বস প্লাতিনি এমন বিপদে পড়ল, একটুর জন্য জেলে যাওয়ার হাত থেকে বেঁচে গেল; তার আচরণে সেটা বোঝাই যায়নি। সে নিজের আখের ঠিকই গুছিয়ে নিল। লটারির ঘোষক থেকে একেবারে ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থী হয়েছে একজন, বিষয়টি অগ্রহণযোগ্য।’
আর্থিক কেলেঙ্কারিতে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়ে আপাতত নির্বাসিত এ দুজন। এই ফাঁকে ফিফা সভাপতির নির্বাচনে বিজয়ী হওয়া ইনফান্তিনো প্রথমেই অঙ্গীকার করেছেন ফুটবলকে কলঙ্কমুক্ত করার। কিন্তু ম্যারাডোনা এটা শুনে ঠিকই ভ্রু-কুচকাচ্ছেন।
No comments:
Post a Comment