সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ গত অক্টোবরের ৩ তারিখ সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই একই ব্যবধানে ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি লা লিগার পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল।
২৬ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৬৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো সমান ম্যাচ খেলে আট পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্যবধানটি ১২। লিওনেল মেসির নৈপুণ্যে সেভিয়ার বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে লা লিগায় শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। লিগের প্রথম পর্বে যে ব্যবধানে হেরেছিল সেই ২-১ গোলেই এবার জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। রোববার ক্যাম্প ন্যুতে ভিতোলোর গোলে প্রথমে পিছিয়ে পড়ার পর মেসির ফ্রি-কিকে সমতায় ফেরে বার্সেলোনা। পরে জেরার্দ পিকের গোলে জয় নিশ্চিত হয় তাদের। গোল.কম।
No comments:
Post a Comment