Social Icons

Wednesday, February 24, 2016

মশা নিধন কার্যক্রমে কর্মীর অবহেলায় ফোন দিন মেয়রকে

দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেছেন, মশা নিধন কার্যক্রমে সংশ্লিষ্ট কোনো কর্মী যদি অবহেলা করে তবে তার মোবাইলফোনে সরাসরি কল দিতে। মেয়রের মোবাইলফোন নাম্বার : ০১৭১১৫৬৪৯৮৭। তিনি বলেন, আগামী ৭ দিন চলবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম। এই সিটির অধীনে প্রতিটি মহল্লার প্রতি গলিতে চলবে এ অভিযান। মেয়র নিজে এই কাজের তদারকি করবেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে। তবেই ঢাকা শহরের পাহাড়সম সমস্যাগুলোর সমাধান সহজেই সম্ভব হবে। মেয়র বলেন, আগামী ৬ মাসের মধ্যে ৫০০০ ডাস্টবিন বসানো হবে দক্ষিণ সিটির অধীনে। কিন্তু শহরটাকে পরিচ্ছন্ন রাখতে শুধু ডাস্টবিন বসালেই চলবে না বরং তা ব্যাবহারে জনগণকে সচেতন হতে হবে। পরে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয় মশক নিধনের এই ক্র্যাশ প্রোগ্রামটি। মেয়রের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ প্রমুখ। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates