Friday, February 26, 2016
খালেদা জিয়াকে স্মৃতি সৌধে না যাওয়ার অনুরোধ হাছান মাহমুদের
২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মৃতি সৌধে না যাওয়ার অনুরোধ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, যেহেতু আপনি শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছেন, এসব নিয়ে দেশের মানুষ বিক্ষুদ্ধ হয়ে আছে। তাই আপনি আগামী ২৬ মার্চ স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন না। গেলে হয়তো ওই বিক্ষুদ্ধ মানুষেরা আপনাকে প্রতিহত করতে পারে। আর শহীদদের সংখ্যা নিয়ে যেহেতু সন্দেহ প্রকাশ করেছেন তাহলে আপনি কেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ একথা বলেন। আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ। বিএনপিকে সব ইউনিয়ন পরিষদে প্রার্থী দেয়ার আহবান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। বিএনপি অভ্যাস পরিবর্তন না করলে শিরদাঁড়া সোজা করে হাঁটতে পারবে না। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি যতই বিদেশি শক্তি ও ইউনূ তত্ত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক লাভ হবে না। তাদের সুদিন ফিরবে না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment