সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে রাসূল (স) এর নাতনি এবং ইমাম হোসেইন (আ)'র বোন হযরত জয়নাবের মাযারের কাছে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৮৩ জন নিহত ও ১৭৮ জন আহত হয়েছে। আইএসআইএল হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় সাইয়্যেদা জয়নাব এলাকা কেঁপে ওঠে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় ৬২ জন নিহত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুটি গাড়ি বোমাসহ মোট চারটি বোমার বিস্ফোরণ ঘটেছে।
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে জোড়া বোমা বিস্ফোণে ৫৭ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী দামেস্কে নতুন করে হামলা হলো।
গত ৩১ জানুয়ারি দামেস্কের একই স্থানে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে এবং তাতে ৬০ জনের বেশি মারা গিয়েছিল। সে হামলারও দায়িত্ব স্বীকার করেছিল আইএস।
Monday, February 22, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment