নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় লোহার তৈরি গ্রিল নিয়ে ওঠার সময় রাস্তার বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
শনিবার বিকালে রাজধানীর মধ্য বাড্ডার জামতলা স্বাধীনতা সরণিতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- মনির হোসেন (৪৫) ও বাদশা (৩২)।
নির্মাণ শ্রমিক মোহাম্মদ সেলিম জানান, নির্মাণাধীন ভবনটির জানালার জন্য তৈরি করা গ্রিল নিয়ে পঞ্চম তলায় ওঠার সময় রাস্তার বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে চার শ্রমিক মনির, বাদশা, মজিব ও রাজু বিদ্যুৎস্পৃষ্ট হন।
ভবনটিতে কর্মরত অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনির ও বাদশাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে মজিব ও রাজুকে আশংকামুক্ত বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মনির নির্মাণাধীন ভবনটির ও বাদশা গ্রিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বৈশাখী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের শ্রমিক ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment