ভারতকে ব্যাটিং বিপর্যয় থেকে টেনে তোলা রোহিত শর্মা আউট হলেন আল-আমিনের বলে। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৮৩ রান করেন তিনি। একই ওভারে আউট করেন ভয়ংকর হয়ে উঠা আরেক ব্যাটসম্যান পান্ডে।
ম্যাচের শুরুতে অল্প সময়েই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই সফল সুরেশ রায়নাকে সাজঘরে ফেরান বাংলাদেশি স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৮ম ওভার ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে সুরেশ রায়নাকে আউট করেন তিনি। আউট হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন রায়না। আর ম্যাচের প্রথমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে তৃতীয় বলে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি পেসার আল-আমিন। এরপর নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার বিরাট কোহলিকে আউট করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বলে বিরাটকে আউট করেন মাশরাফি। আউট হওয়ার আগে ১২ বলে ৮ রান করেন কোহলি।
এরপর যুবরাজকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিতে থাকেন রোহিত। ১৫ রানের মাথায় যুবরাজকে সাকিব প্যাভিলিয়নে ফেরানোর পরও অব্যাহত থাকে রোহিতের ব্যাটিং তাণ্ডব। তখন তাকে সঙ্গ দেন পান্ডে। আল-আমিনের বলে মাহমুদউল্লাহর তালুবন্দী হওয়ার আগে ১৮ বলে করেন ৩১ রান। ইনিংসের শেষ বলে ধোনির ছক্কায় ভারতে ব্যাটিং থামে ১৬৬ রানে। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬৭।
শেষ আঘাত ৩ পিডিএফ ডাওনলোড করুন http://www.eboi.ml/2017/03/ses-aghat-3.html
ReplyDelete