ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছেন। এসময় অর্ধশত নাগরিক আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
শিয়া অধ্যুষিত পূর্ব বাগদাদের সাদর শহরের একটি বিপণিবিতানের কাছে এ হামলা চালানো হয়।
দুই আত্মঘাতী হামলাকারী স্থানীয় সময় রোববার এ হামলা চালায়।
জঙ্গী সংগঠন আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।সামনে এ রকম আরো হামলা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা। সুন্নি মুসলমানদের এই সংগঠনটি ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে এবং শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু মানুষের স্যান্ডেল, জুতা ও মোবাইল ফোন রক্তের সঙ্গে মিশে পড়ে আছে।
Monday, February 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment