এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। লড়াইয়ের পুঁজি কম হওয়ায় বেশিই চাপে থাকতে হবে মাশরাফি-মুস্তাফিজদের। এদিকে ফাইনালের আশাও জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। শুরুটা ভালোই হয়েছিলো বাংলাদেশের। কিন্তু শেষটা ভালো হয়নি।
দলীয় ৪৬ রানের বাংলাদেশের প্রথম উইকেটের বিদায় হয়। ব্যক্তিগত ২১ রানে আউট হন সৌম্য সরকার। আগের ম্যাচের সফল ব্যাটসম্যান সাব্বির রহমান আজ ভালো করতে পারেননি। স্বভাব বিরুদ্ধ ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ মিঠুনও আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। শেষের দিকে মাহমুদউল্লাহ ছাড়া আর কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
No comments:
Post a Comment