অস্ট্রেলিয়ার বিপক্ষে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন নিউজ্যিলান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর শেষ টেস্টে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবার ৮৬ বছরের রেকর্ড ভেঙেছেন ম্যাককালাম।
অধিনায়ক হিসেবে শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি রানের (১৭০) রেকর্ড গড়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে আউট হয়েছেন ম্যাককালাম। আর প্রথম ইনিংসে করেন ৭৯ বলে ১৪৫ রান। ৫৪ বলে শত রান করে ৩০ বছরের রেকর্ড ভেঙে দেন ম্যাককালাম।
এর আগে ৫৬ বলে শত রান করে যৌথভাবে এ রেকর্ডের মালিক ছিলেন রিচার্ডস এবং মিসবাহ। ওয়েস্ট ইন্ডিজের রিচার্ড ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৫ সালে এ রেকর্ড গড়েছিলেন। এছাড়া ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিচার্ডের এই রেকর্ড স্পর্শ করেছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।
ট্রান্স-তাসমান ট্রফির দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই টেস্ট শেষে ক্রিকেট থেকে অবসর নেবেন কিউই অধিনায়ক।
শেষ টেস্ট খেলে মাঠ ছাড়ছেন ম্যাককালামতৃতীয় দিনে সোমবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আর নিজের শেষ ইনিংসে ২৫ রান করেন ম্যাককালাম। আর প্রথম ইনিংসের শতক (১৪৫) এবং দ্বিতীয় ইনিংসের ২৫ রান মিলে হয়ে গেলেন অধিনায়ক হিসেবে শেষ টেস্টে সর্বাধিক রানের মালিক।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রবার্ট কার্ল নানেস ১৯৩০ সালে কিংসটনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে ১৫৮ (৬৬ ও ৯২) রান করে রেকর্ড গড়েছিলেন। যা ৮৬ বছর পর্যন্ত টিকে ছিল।
সব মিলিয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা বেশ স্মরণীয় করে রাখলেন ব্লাকক্যাপস অধিনায়ক। ম্যাককালামই একমাত্র অধিনায়ক যিনি ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন। এছাড়া সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও তার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment