এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় বোলিং তোপে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে টিম ইন্ডিয়া। পাকিস্তানের পক্ষে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ হাফিজ ও শারজিল খান।
কিন্তু প্রথম ওভারেই হোঁচট খায় পাকিস্তান। আশিষ নেহারার বোলিংয়ে পরাস্ত হয়ে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ হাফিজ। ইনিংসের দ্বিতীয় বলেই নেহারাকে চার মারেন হাফিজ। কিন্তু আর কোনো রান যোগ না করেই চতুর্থ বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন পাক ওপেনার।
পরে তারই পথ অনুসরণ করে ব্যক্তিগত মাত্র ৭ রান করেই ফেরেন শারজিল খান। বোলার জাসপ্রিত ভোমরা তাকে ফেরান।
এর পর ভালো খেলতে থাকা খুররম মঞ্জুর রান আউট হয়ে ব্যক্তিগত ১০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিকের ব্যাটে দল গুরে দাঁড়াবে আশা থাকলেও সপাণ্ডের বলে ৪ রান করেই আউট হন।
উমর আকমল ক্রিজে টিকে থাকার চেষ্টা চালালেও যুবরাজের এলবিডব্লিউর ফাঁদে ধরা পড়ে ৩ রান করে ফেরেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩৬ রান। মাঠে রয়েছেন আফ্রিদি ও সরফরাজ ।
টি-টোয়েন্টিতে ৬ বারের মুখোমুখিতে চার বারই জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র একবার। টাই হয়েছে একটি ম্যাচ। মিরপুরে মুখোমুখি সর্বশেষ ম্যাচটিতে ২০১৪ সালে জিতেছিল ভারত। বিশ্বকাপের ম্যাচটিতেও জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।
ভারত স্কোয়াড
মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, পবন নেগি, আশিষ নেহারা, হারদিক পান্ডে, পার্থিব প্যাটেল, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং।
পাকিস্তান স্কোয়াড
শহিদ আফ্রিদি, আনোয়ার আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুররম মনজুর, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সামি, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল, ওয়াহাব রিয়াজ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment