ফিলিপাইনে ছোট ফেরি ডুবির ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ এ খবর জানায়।
প্রধান পুলিশ পরিদর্শক জুয়ান বায়রন লিওগো জানান, লেডি আইমি নামের ফেরিটি ম্যানিলা থেকে ১১৭ কিলোমিটার দূরবর্তী উপকূলীয় শহর গুমাকা থেকে আলাবাত দ্বীপে যাওয়ার পথে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে সমুদ্র তীর থেকে মাত্র ২০০ মিটার দূরে ডুবে যায়।
শহরের পুলিশ প্রধান লিওগো জানান, এ সময় সমুদ্র তীরে অবস্থানরত জেলেরা ৬০ যাত্রী ও ৪ চালককে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ৩ যাত্রী মারা যায়। তিনি বলেন, 'আকস্মিক উঁচু ও প্রবল ঢেউ এবং অতিরিক্ত যাত্রী এ দুর্ঘটনার কারণ।' তিনি জানান, ফেরিটির ধারণক্ষমতা সর্বাধিক ৫০ জনের কম।
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, ঢেউয়ে ফেরিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার কথা বিবেচনা করছে বলেও জানায় পুলিশ। ইয়াহু নিউজ।
No comments:
Post a Comment