বৃহস্পতিবার সকালে সঞ্জয় দত্তের জীবনটা শুরু হবে নতুনভাবে।
সকাল ৯টায় পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তিনি। কারাগার থেকে তাকে ছেড়ে দেয়ার খবরটি সোমবার কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
সঞ্জয় কারাগার থেকে বের হওয়ার সময় সেখানে থাকবেন তার স্ত্রী মান্যতা, যমজ দুই সন্তান ইকরা ও শাহরান এবং পরিবারের কয়েকজন সদস্য। তবে ৫৬ বছর বয়সী এই অভিনেতার নিরাপত্তার কথা ভেবে পরিবারের পক্ষ থেকে কিংবা কয়েদিরা কোনো অনুষ্ঠান আয়োজন করেননি।
গত বছরের জুনে সঞ্জয়ের মুখপাত্র ভালো ব্যবহারের জন্য তার আগাম মুক্তির কথা জানান। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত।
১৯৯৬ সালে কারাদন্ড দেওয়া হয় সঞ্জয়কে। দেড় বছর জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তাকে পাঁচ বছরের সাজা পূর্ণ করার আদেশ দেন। এরপর থেকে ৪২ মাসের সাজা ভোগ করছিলেন তিনি।
তবে বারবার প্যারোলে সঞ্জয়ের মুক্তি বিতর্কিত হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে ১৪ দিনের ছুটি পেয়ে পরে আরও সাতদিন তা বাড়িয়ে নেন তিনি। পরের বছরের জানুয়ারিতে প্যারোলে এক মাসের ছুটি মেলে তার। পরে তা আরও ৩০ দিন বাড়িয়ে নেন পর্দার ‘মুন্নাভাই’।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment