লাপাজ: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস চতুর্থবারের মত প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য অনুমতি চেয়ে আয়োজিত গণভোটে সামান্য ব্যবধানে হেরে গেছেন বলে বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে।
একটি জরিপে দেখা গেছে সংবিধান সংশোধনের জন্য আয়োজিত এই গণভোটে মোরালেসের বিপক্ষে ৫২.৩ শতাংশ ভোট পড়েছে। অন্য একটি জরিপ বলছে এই হার ৫১%।
গণভোট তার পক্ষে গেলে তিনি ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পেতেন।
মোরালেসের দাবি, সংস্কার প্রক্রিয়া শেষ করার জন্য তার আরো সময়ের দরকার। তবে বিরোধিতার একে অগণতান্ত্রিক বলে সমালোচনা করতে থাকে।
২০০৬ সাল থেকে ক্ষমতায় আছেন মোরালেস। ২০২০ সালে তার বর্তমান মেয়াদ শেষ হবে।
রবিবারের গণভোট তার পক্ষে গেলে তিনি ২০১৯ সালের নির্বাচনে আরো ছয় বছর মেয়াদের জন্য লড়তে পারতেন।
বলিভিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়। মোরালেসের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে।
তবে ভাইস প্রেসিডেন্ট আলবারো গার্সিয়া লিনেরা জনগণকে সরকারি ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন।
‘জনমত জরিপ, বিশেষ করে বুথ-ফেরত জরিপে ভুল হয়ে থাকে,’ সাংবাদিকদের বলেন তিনি।
সূত্র: বিবিসি
Monday, February 22, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment