Wednesday, February 24, 2016
নেভাডাতেও জয় ছিনিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরও একটু এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। নিউহ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলিনার পরে এবার নেভাদা অঙ্গরাজ্যেও সহজেই বিজয়ী হয়েছেন আলোচিত এই রিপাবলিকান নেতা। নেভাদায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬.৬ শতাংশ সমর্থন পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে ট্রেড ক্রুজ আর মার্কো রুবিও লড়ছেন দ্বিতীয় স্থানের জন্যে। নেভাডায় জয়ী হওয়ার মধ্য দিয়ে পরপর তিনটি রাজ্যে জয় ছিনিয়ে নিলেন ট্রাম্প। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ও সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলে বিতর্কিত ট্রাম্প রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এই জয়ে বেশ এগিয়ে গেলেন। তবে ব্যালট পেপারের সংকট আর ভোটারদের পরিচিতি নিশ্চিত করা নিয়ে কিছু অভিযোগ অভিযোগও পাওয়া গেছে। জয়ের পর উল্লাসে ট্রাম্প বলেন, আমরা জিতে চলেছি এবং একসময় আমাদের দেশও জিততে শুরু করবে। নেভাদা অঙ্গরাজ্যে ল্যাটিন অভিবাসীরাই সংখ্যাগরিষ্ঠ। মেক্সিকোর বিরুদ্ধে বিভিন্ন কূৎসাপুর্ণ কথা বলার পরেও এই রাজ্যে ট্রাম্পের জয় বিস্ময়ের সৃষ্টি করেছে। এখানে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment