নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয় দেশটির সরকারি বেতন তালিকা থেকে ২৪ হাজার কর্মচারীর নাম বাদ দিয়েছে। কারণ বাস্তবে এসব কর্মচারীর কোনো অস্তিত্ব নেই। খবর বিবিসির।
এর ফলে দেশটিতে প্রতি মাসে সাড়ে ১১ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।
অভিযোগ ছিল, নাইজেরিয়ার সরকারি চাকরিতে কাগজপত্রে এমন অনেক কর্মচারীর নাম রয়েছে, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
তাদের নাম ব্যবহার করে অন্য কেউ সে বেতন নিয়ে যাচ্ছে- এ অভিযোগের পরে দেশটির অর্থ মন্ত্রণালয় এটি নিরীক্ষা চালায়।
গত বছর নাইজেরিয়াতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতাসীন হবার পরে দুর্নীতিবিরোধী প্রচারণা শুরু করেন। তার অংশ হিসেবে সরকারি চাকরিতে এই নিরীক্ষা চালানো হয়।
নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী। দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ার অর্থনীতি থমকে গেছে।
সরকারি চাকরিতে নিরীক্ষার বিষয়টি শুরু হয় গত ডিসেম্বরে। যেসব ব্যাংক হিসাবে সরকারি বেতন পরিশোধ করা হতো, সেসব হিসাবের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আঙুলের ছাপ মিলিয়ে পরীক্ষা করা হয়।
এতে দেখা যায়, ২৪ হাজার মানুষের কোনো অস্তিত্ব নেই। নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত বিরতিতে এই নিরীক্ষা অব্যাহত থাকবে।
Monday, February 29, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment