আর মাত্র একদিন পরেই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। কিন্তু লড়াইটা সামনে রেখে বাংলাদেশকে ছাপিয়ে ভারতের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে মুস্তাফিজুর রহমান। কারণ এই তরুণ বোলারই যে বাংলাদেশের মাটিতে গুড়িয়ে দিয়েছিল বিশ্বের সেরা ব্যাটিং দল ভারতকে। তাই স্বাভাবিকভাবেই অতি প্রত্যাশার চাপে থাকছেন এই তরুণ বোলার। তবে এতে তার খেলায় কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘একটা সুবিধা হচ্ছে মুস্তাফিজ এগুলো সম্পর্কে কিছুই জানে না। ওকে নিয়ে যত কথা হচ্ছে, সেগুলো ও কিছুই কানে দেয় না। আর জানলেও এগুলো নিয়ে চিন্তা করে না। আমি শতভাগ নিশ্চিত। ওকে নির্ভার রাখার কিছু নেই। কারণ ও প্রেশার নেয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া।’
গত বছর ভারতকে গুঁড়িয়ে দিয়েই ওয়ানডে ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজের। ছোট্ট ক্যারিয়ারে এরপর বিস্ময় উপহার দিয়েছেন আরও কয়েকবার। এই কদিনেই হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।
মাশরাফি জানালেন, মাঠের বাইরে ক্রিকেট বা ক্রিকেটের আলোচনা সামান্যই ভাবায় মুস্তাফিজকে। ওকে নিয়ে বেশি আলোচনা চাপ হতে পারে বলে কথা হচ্ছে; সে সম্পূর্ণ বিপরীত। এসব চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায়, অনেকেই বাইরে আলোচনা করলে ওগুলো নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচ খেলার পর ক্রিকেট নিয়ে ওর কোনো কথা নেই। খেয়ালও করে না যে ওকে নিয়ে কোনো কথা হচ্ছে কী হচ্ছে না।’
No comments:
Post a Comment