প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসবেন কি না, সেই সিদ্ধান্ত জয় নিজেই নেবেন।
বুধবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, 'জয় ভবিষ্যতে কী করবে, এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে।'
ফখরুল ইমাম প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন, 'জয় বাংলা দুটি শব্দ। প্রথম শব্দটি নিয়ে আপনি কী ভাবছেন?'
যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ জয় কয়েক বছর আগে আওয়ামী লীগের সদস্যপদ নিলেও রাজনীতিতে খুব একটা সক্রিয় নন। তবে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'ছেলে-মেয়েদের আমরা পড়াশুনা শিখিয়েছি। তাদেরকে বলেছি- কোনো সম্পদ দিতে পারব না; একটাই সম্পদ, যত পার শিক্ষা গ্রহণ কর। শিক্ষা হচ্ছে সব থেকে বড় সম্পদ। ওই শিক্ষাটাই তার জীবন-জীবিকার সব সুযোগ সৃষ্টি করে দেবে।'
জয় সম্পর্কে শেখ হাসিনা বলেন, 'সে কিন্তু আমাদের সহযোগিতা করছে। আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ছি, সেই ডিজিটাল শব্দটা থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু অর্জন তার পরামর্শ মতোই করা হয়েছে। সে কিন্তু জনগণের সেবা করছে। কোনো কিছু পাওয়ার আশা বা কোনো কিছু নিতে আসেনি। যতটুকু পারছে দিচ্ছে।'
ফখরুল ইমাম 'পুরুষের ক্ষমতায়ন' নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনা জানতেও চান। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বিয়ের পর টিভি চ্যানেল বদলানোর ক্ষমতা হারাতে হয় পুরুষদের।
বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা রয়েছেন। এ বিষয়ে ফখরুল ইমাম জানতে চাইলে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, 'উনি যে বউকে এত ভয় পান, তা প্রশ্ন না করলে জানতে পারতাম না। উনি যে ঘরে পুলিশের পাহারার কথা বলেননি এ জন্য ধন্যবাদ জানাই।'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment