Friday, March 2, 2018
ব্রাজিলের ইতিহাসে এক মাইক ফলক দৃষ্টান্ত তেমের সরকারের - ৩ মিলিয়ন নতুন কর্মসংস্থান চলতি বছরে ।
ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমের এক সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন । তিনি দাবী করেন তার সরকার গত ২ বছরে ব্রাজিলের ইতিহাসে এক মাইক ফলক দৃষ্টান্ত দেখিয়েন । ২০১৭ সালে ব্রাজিলে এক শতাংশের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরে ৩ মিলিয়ন লোকের নতুন কর্মসংস্থান হবে । গত বছরের তুলনায় ২০১৮ সালে জিডিপি জাতীয় উৎপাদন আনতে পারে প্রায় তিন শতাংশ।
এর মানে তিন মিলিয়নেরও বেশি নতুন কর্মসংস্থান হবে বলে প্রেসিডেন্ট মাইকেল তেমের মনে করেন ।
২০১৭ সালের জিডিপি'র হার ছিল ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার, আইবিজিএইচ অনুযায়ী, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে কৃষি খাতে প্রধানত বৃদ্ধি পেয়েছে।সার্ভিস সেক্টর ১.৮ শতাংশ ।
জিডিপি ফলাফল ২০১৫ এবং ২০১৬ সালে নেতিবাচক ছিল, ৩.৫ শতাংশ প্রতি দুই বছরের মধ্যে পতনশীল।
তিনি আরো বলেন (আইবিজিএইচ) অনুযায়ী, মুদ্রাস্ফীতির উল্লেখযোগ্য অবনতি এবং বেঞ্চমার্কের সুদের হার হ্রাস, এছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছেন তার সরকার। গত বছর মূল্যস্ফীতি ছিল ৩.৪ শতাংশ ও ৪.৫ শতাংশ লক্ষ্যমাত্রা এবং ২০১৬ সালে নিবন্ধিত ৮.৭ শতাংশের চেয়ে অনেক কম । বেঞ্চমার্ক সুদের হার (সেলিক) ১৪ শতাংশ থেকে ৭ শতাংশে নেমে এসেছে।
ফ্যাক্টর উদ্বেগকারী বিশ্লেষক বিনিয়োগে নিবন্ধিত ড্রপ হয়। ২০১৭ সালের মধ্যে জিডিপির ১৫.৬ শতাংশ জিডিপির ১৫.৬ শতাংশ, ২০১৬ সালে ১৬.১ শতাংশ থেকে নিচে নেমে আসে। চতুর্থ বছরে বিনিয়োগের হার ২০১৬ সালে জিডিপির ১৬.১ শতাংশ থেকে জিডিপির ১৫.৬ শতাংশে নেমে গেল। IBGE অনুযায়ী গত বছরের বিনিয়োগ হার ১৯৯৬ সাল থেকে সর্বনিম্ন ছিল।
আমরা আশা করি ২০১৯ সালে ব্রাজিলে বিদেশী শ্রমিক লাগবে প্রায় ১ মিলিয়ন ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment