Social Icons

Tuesday, December 4, 2018

আমিরাতে আরো ১ মাস বাড়ানো হলো সাধারণ ক্ষমার সময়

সংযুক্ত আরব আমিরাতের অবৈধ প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা দ্বিতীয় ধাপে আরো ১ মাস বাড়ানো হয়েছে।
২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে এ দিন থেকে আরো ১ মাস সময় বাড়িয়েছেন আরব আমিরাত সরকার।
সাধারণ ক্ষমা চলতি বছরের আগস্ট মাসে শুরু হয়ে ৩ মাসের সময়সীমা ছিলো।
অক্টোবরে শেষ হওয়া মেয়াদের পর প্রথম ধাপে ১ মাস সময় বাড়ান আমিরাত সরকার। যার শেষ সময় ছিলো ১ ডিসেম্বর। ২ ডিসেম্বর আমিরাতের জাতীয় দিবস উপলক্ষ্যে দ্বিতীয় ধাপে আরো এক মাসের জন্য বাড়ানো হয়েছে।
আমিরাত সরকার আবেদনকারীদের তাদের অবস্থান পরিবর্তন এবং ইউএইতে চাকরি করার আরো একটি সুযোগ দিতে চান।
ইউএই জুড়ে ইমিগ্রেশন সেন্টার ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যারা আগেই আবেদন করেছিলেন, তাদের কাজ আগে শেষ করা হবে বলে জানানো হয়েছে।
কূটনৈতিক মিশনগুলি জানিয়েছেযে তারা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছে এবং এ মেয়াদ বাড়ানোই অনেক অবৈধ প্রবাসীরা এখনও তাদের অবস্থা সংশোধন করতে আরো একটু সময় পাবে।
বাংলাদেশের প্রায় ৭ শতাধিক প্রবাসীর দেশ থেকে পাসপোর্ট ইস্যু হয়ে না আসাতে অনেকেই হতাশ ছিলেন। এবার তাদের সেই হতাশায় যেন নেমেছ আশার আলো। তবে দ্রুত সেবা প্রদান করতে বাংলাদেশ দূতাবাসের প্রতি তারা অনুরোধ করেছেন। কনস্যুলেট এবং দূতাবাসের পাসপোর্ট সেবা আরো আন্তরিক আর বন্ধুসুলভের দাবিও করেছেন তারা।
এদিকে, বাড়ানো সময় কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে প্রবাসে বৈধভাবে বসবাসের সুযোগ নিতে সব অবৈধ প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates