একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে বিএনপির ১৪১ জন এবং আওয়ামী লীগের ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার সারা দেশে ৬৪টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৩ হাজার ৬৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।
ইসি সূত্র জানায়, বর্তমানে বিএনপির ৫৫৫ প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন। আর আওয়ামী লীগের বৈধ প্রার্থী ২৭৮ জন।
আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ।
No comments:
Post a Comment