তেল রফতানির মুনাফা নির্ভর অর্থনীতি বদলে ফেলার পরিকল্পনা অনুমোদন করেছে সৌদি আরবের মন্ত্রিসভা।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটির ৭০ ভাগেরও বেশি আয় তেল রফতানি থেকে হয়েছিল। কিন্তু মূল্য পড়ে যাওয়ায় তেল রফতানি থেকে দেশটির আয় কমে যাচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি আরামকোর শেয়ার বিক্রি করে সার্বভৌম একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাদের দেশের অর্থনীতি তেলের প্রতি আসক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন।
সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে ভিশন-২০৩০ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ২০২০ সালের মধ্যে তার দেশের তেলের ওপর নির্ভরশীলতার অবসান ঘটবে।
তিনি যে সব সংস্কারের কথা ঘোষণা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, আরামকোর ৫% শেয়ার বিক্রি করা হবে, যার মূল্য ২.৫ ট্রিলিয়ন ডলার। এই বিক্রি থেকে যে তহবিল গঠিত হবে তার আকার দুই ট্রিলিয়ন ডলার। নতুন ভিসা প্রথা চালু করা হবে, যার মধ্য দিয়ে মুসলমান এবং আরবরা সৌদি আরবে দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন। খনি এবং সমরাস্ত্র প্রস্তুত খাতে বিনিয়োগ করা হবে। কাজের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানো হবে।
বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক সৌদি আরব সম্প্রতি তেলের মূ্ল্য পড়ে যাওয়ায় বাজেট ঘাটতিতে পড়েছে।
No comments:
Post a Comment