তুরস্কের সঙ্গে বিতর্কিত অভিবাসী বিষয়ক চুক্তি স্বাক্ষরের এক মাস পরে সিরিয়া-তুরস্ক সীমান্ত সফরে যাবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বিতর্কিত এই চুক্তি অনুযায়ী গ্রিসে যেসব অভিবাসন প্রত্যাশীরা ছাড়পত্র অর্জনে ব্যর্থ হবে তাদের তুরস্কে ফেরত পাঠাতে চুক্তি করবে ইইউ।
তবে এই চুক্তির আইনত বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, তুরস্ক অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর জন্য নিরাপদ জায়গা নয়। এদিকে তুরস্কের কর্মকর্তারা হুমকি দিয়েছেন যে, যদি তাদের নাগরিকদের ইইউ ভুক্ত দেশগুলোতে ভিসা মুক্ত প্রবেশের অধিকার না দেয়া হয় তাহলে চুক্তিটি ব্যর্থ হবে।
অ্যাঙ্গেলা মেরকেল তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ানতাপ শহরে একটি শরণার্থী ক্যাম্প সফর করবেন। সেখানে তিনি তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভোতগলুর সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে থাকবেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইইউ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারমেন্স।
এই চুক্তি স্বাক্ষরের এক মাসে গ্রিসে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ৮০ শতাংশ কমে এসেছে। তবে তুরস্কের মানবাধিকার পরিস্থিতির কারণে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থাকছে। মেরকেল বলেছেন, তার সফরের উদ্দেশ্য অভিবাসন প্রত্যাশীদের জীবন যাপনের পরিস্থিতি দেখা। বিবিসি।
No comments:
Post a Comment