Friday, April 29, 2016
শিশুকে বিয়ের দাবি করে শ্লীলতাহানি, কারাগারে ইমাম
নীলফামারীর ডিমলা উপজেলায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত এক শিশুকে (১৪) প্রতারণার মাধ্যমে বিয়ের দাবি করে শ্লীলতাহানি করার ঘটনায় এক ইমামকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ইমামকে কারাদণ্ড দেয় আাদালত। পরে শুক্রবার সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডিত ইমামের নাম আবদুল লতিফ। তিনি ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র ও কুটিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম। জানা গেছে, আবদুল লতিফ ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীর ছবি দিয়ে আদালতে এফিডেভিটের মাধ্যমে তাকে বিয়ে করেন। তবে ছাত্রীটি এ ব্যাপারে কিছুই জানত না। এক পর্যায়ে ইমাম তাকে স্ত্রী দাবি করে শ্লীলতাহানি করে। প্রতারণামূলক বিয়ে ও শ্লীলতাহানির ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করে ওই ছাত্রী। পরে বৃহস্পতিবার রাতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী ইমামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডপ্রাপ্ত ইমামকে শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment