যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের ভাবমূর্তিতে পরিবর্তন আনবেন বলে অঙ্গীকার করেছেন। এক গোপন বৈঠকে সহযোগীদের মাধ্যমে দলের নেতাদের এই বার্তা দিয়েছেন বলে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।
রিপাবলিকান দলের নেতাদের মধ্যে এই আশঙ্কা আছে যে, ট্রাম্পের আচরণ ভোটারদের মধ্যে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করছে। তিনি প্রেসিডেন্ট প্রার্থী হলে চূড়ান্ত নির্বাচনে দলের হারার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে জয় পেয়ে যেতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল। দলটি গত দুই মেয়াদে ক্ষমতায় আছে। ইতোমধ্যে ট্রাম্প মুসলিমবিরোধী এবং মেক্সিকোর বিরুদ্ধে নানা ধরনের বিরূপ মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন। সম্প্রতি নিউইয়র্কের প্রাইমারিতে জয় পেয়ে নিজেকে মনোনয়নের জন্য কিছুটা হলেও যোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে তাকে চূড়ান্ত মনোনয়নে ১ হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থন পেতে হবে। এই সংখ্যায় তিনি উন্নীত না হতে পারলে রিপাবলিকান দলের আগামী জুলাইয়ের সম্মেলনে তার মনোনয়ন পাওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে। কারণ ইতোমধ্যে তার দলের অনেকেই তার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন।
ট্রাম্পের একজন সিনিয়র সহযোগী পল ম্যানাফরট রিপাবলিকান ন্যাশনাল কমিটির সদস্যদের বলেন, নির্বাচনী প্রচারের ট্রাম্প আর ব্যক্তি ট্রাম্প এক নয়। তিনি যখন মঞ্চে বক্তব্য দেন তখন একরকম রাজনৈতিক বক্তৃতা করেন। তবে তিনি জানেন তাকে আরো আধুনিক হতে হবে। তাকে নিয়ে যে নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে তা কমে আসবে। কারণ তার আচরণের পরিবর্তন হচ্ছে। বিরোধী টেড ক্রুজের স্ত্রীসহ নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য নারীদের মধ্যে তার জনপ্রিয়তা খুবই সামান্য।
No comments:
Post a Comment