Tuesday, April 26, 2016
রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে রোমানিয়ায় জঙ্গিবিমান
আমেরিকা দু’টি এফ-২২ র্যাপ্টর ৫জি স্টেলথ জঙ্গিবিমান রোমানিয়ার একটি বিমান বন্দরে মোতায়েন করেছে। পাশাপাশি জ্বালানি ভরার কাছে ব্যবহৃত বিমানও মোতায়েন করা হয়েছে। রাশিয়ার কথিত আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশটির প্রতি ন্যাটোর সমর্থনের অংশ হিসেবে এসব মোতায়েন করা হয়েছে। খবর-রেতে। রোমানিয়ার মিখাইল কোগালনিসিয়ানু বিমান ঘাটিতে অবতরণ করেছে মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক এ বিমান। কৃষ্ণ সাগর তীরবর্তী এ ঘাটিটি ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টপোলের রুশ শক্তিশালী সামরিক ঘাটির থেকে ৪০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। ফেসবুকে দেয়া স্টাটাসে মার্কিন দূতাবাস এ বিমান রোমানিয়ায় অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে। রোমানিয়ায় মার্কিন পরবর্তী প্রজন্মের এ বিমান প্রথম অবতরণ করেছে বলে এতে জানানো হয়েছে। ব্রিটেনের মার্কিন ঘাটি থেকে এ সব বিমান রোমানিয়ায় গেছে। রোমানিয়ায় এফ-২২ পাঠানোর মধ্য দিয়ে ইউরোপে ন্যাটো মিত্র ও অংশিদারদের নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment