Social Icons

Wednesday, April 27, 2016

ধর্ম অবমাননার অভিযোগে দু' শিক্ষককে কারাদণ্ড

বাংলাদেশের বাগেরহাটের চিতলমারীতে ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দু’জন শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলেন চিতলমারীর হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী ও বিজ্ঞান শিক্ষক অশোক কুমার ঘোষাল। অভিযোগ অনুযায়ী স্কুলের বিজ্ঞান শিক্ষক গত ২৪শে এপ্রিল ধর্ম সম্পর্কে কিছু মন্তব্য করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ তোলে প্রধান শিক্ষকের কাছে। পরে প্রধান শিক্ষক বিজ্ঞান শিক্ষকের পক্ষ নেয় বলে জানায় তারা। পরে শিক্ষার্থীরা অভিভাবকদের জানালে তারা পরদিন ২৫শে এপ্রিল স্কুলে আক্রমণ করে এবং এক পর্যায়ে দু’শিক্ষককে লাইব্রেরি কক্ষে আটকে রাখে। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান তিনিসহ প্রশাসনের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাৎক্ষনিকভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের ছয় মাসের জেল দেয়া হয় বলেন জানান পারভেজ। তবে প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলীর স্ত্রী উজ্জলা রাণী দাশ বিবিসিকে জানান স্কুলের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এসব পরিকল্পনা করে ঘটনা হয়েছে। তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি। বিবিসি 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates