Social Icons

Monday, April 25, 2016

স্ট্রোকে আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?

স্ট্রোক একটি মারাত্মক ব্যাপার। বিশ্বব্যাপী স্ট্রোক বেশ আলোচিত। আমাদের দেশেও স্ট্রোকে আক্রান্তের হার দিন দিন বাড়ছেই। এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারে স্ট্রোকে আক্রান্ত  কেউ নেই।
স্ট্রোক নিয়ে এত আলোচনাই বা কেন? স্ট্রোক হলে শরীরের একপাশ অচল হয়ে পড়ে। কথা বলার সমস্যা দেখা দেয়। এমনকি বছরের পর বছর কথা বেশ জড়ানো থাকে। কারো সাহায্য ছাড়া চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একবার কেউ স্ট্রোকে আক্রান্ত হলে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে।
স্ট্রোক হলে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে রক্তক্ষরণ হয়। তবে রক্ত চলাচল কমে গিয়ে স্ট্রোক হয় বেশি।
স্ট্রোক একটি জরুরি অবস্থা। এ রোগে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
স্ট্রোক খুব খারাপ বিষয় হলেও কিন্তু বোঝা যায় খুব সহজেই। স্ট্রোক আক্রান্তদের বেশির ভাগেরই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে। সাধারণত বয়স্করা স্ট্রোকে আক্রান্ত হয় বেশি। তবে ইদানীং মাঝবয়সীরাও আক্রান্ত হচ্ছে।
স্ট্রোকে আক্রান্ত হলে বুঝবেন কীভাবে? খুব সহজ। হঠাৎ করেই কারো শরীরের একপাশ অবশ হয়ে গেলে, ওই পাশে বোধ শক্তি না থাকলে বুঝতে হবে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এর সাথে কথা জড়ানোর সমস্যা দেখা দিতে পারে। অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। এগুলো কিন্তু হঠাৎ করেই হবে।
এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক মস্তিষ্কের সিটিস্ক্যান করতে দিবেন, প্রস্তুতি নিয়ে রাখুন।
স্ট্রোক ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করুন। মনে রাখবেন, একবার স্ট্রোক হলে আবার হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। পরের বার আরো মারাত্মক হয়। তাই অবহেলা করবেন না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণ রাখুন। চিকিৎসকের কাছে জীবনমানের কী পরিবর্তন করতে হবে তা বিস্তারিত জেনে নিন।
লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates