Monday, April 25, 2016
শাহজালালে ক্যান্সারের ওষুধ ও স্বর্ণসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্যানসারের ওষুধ ও স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার ভোর ৬টার দিকে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক মো. তৈয়ব আলী নেত্রকোনার পূর্বদোলার নয়াপারার বাসিন্দা বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. মইনুল খান। ওসি মো. মইনুল খান জানান, সকাল ৬টার দিকে বিজি০৮৭ নম্বর ফ্লাইটে তিনি কায়রো থেকে বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা অতিক্রম করার সময় ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে গোয়েন্দারা। এ সময় তার ব্যাগ থেকে ৫ হাজার পিস ইমুরান, ২ হাজার পিস ক্লোমাইড, ৯৭৫ পিস অ্যালকারান, ৯ পিস বিভাট্রাইসিন ও ১০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। তালেব আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment