Sunday, April 24, 2016
মহাকাশ থেকে লন্ডন ম্যারাথনে দৌড়াচ্ছেন ব্রিটিশ নভোচারী
প্রায় ৪০,০০০ হাজার মানুষের অংশগ্রহণে রোববার অনুষ্ঠিত হচ্ছে লন্ডন ম্যারাথন। মহাকাশ থেকে ব্রিটিশ নভোচারী টিম পিকের ক্ষণ-গণনা ঘোষণার মধ্য দিয়ে এই দৌড় শুরু হয়। দশ সেকেন্ডের এই কাউন্টডাউন অংশগ্রহণকারী দৌড়বিদদের সামনে বড়ো একটি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রতি বছর ব্রিটেনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয় যাতে সাধারণ মানুষের পাশাপাশি শীর্ষস্থানীয় অ্যাথলিটরাও অংশ নিয়ে থাকেন। দৌড়বিদ ছাড়াও সুপরিচিত ব্যক্তিত্বরাও এই প্রতিযোগিতায় অংশ নেন। এবছর সবচে বয়স্ক যে ব্যক্তি দৌড়াচ্ছেন তিনি একজন নারী এবং তার বয়স ৮৮। গত ৩০ বছর ধরে লন্ডন ম্যারাথনে অংশ নিচ্ছেন তিনি। এবছরের লন্ডন ম্যারাথনের একটি বড় আকর্ষণ হচ্ছে, নভোচারী টিম পিকও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই দৌড়ে অংশ নিচ্ছেন। পৃথিবী থেকে আড়াইশো কিলোমিটার দূরে তিনি দৌড়াচ্ছেন ২৬.২ মাইল, তবে দৌড়াবেন শরীর চর্চার যন্ত্র ট্রেডমিলে। টিম পিক বলেন, মহাকাশে থাকার কারণে তাকে প্রতিদিনই দৌড়াতে হয়। তার শরীরের ওজনের ৭৫ শতাংশকে কাজে লাগিয়ে তিনি দৌড়ান। দৌড়ানোর সময় তার শরীর একটি ভেস্টের সাথে বেঁধে রাখতে হয় যাতে তিনি ট্রেডমিলের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। শরীরের ওজন ফিরে পেতেও এই ভেস্ট তাকে সাহায্য করে। এর ফলে পায়ের পেশীতে শক্তি ফিরে পান তিনি এবং তখনই পারেন ট্রেডমিলে দৌড়াতে। -বিবিসি
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment