Tuesday, April 26, 2016
সমলিঙ্গে বিয়ে করছেন সাবেক মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্রের ৯০ বছর বয়সি সাবেক এক সিনেটর দ্বিতীয় বার বিয়ে করতে যাচ্ছেন সমলিঙ্গের এক ব্যক্তিকে। মূলত সমকামীদের অধিকার আদায়ে দৃষ্টান্ত স্থাপন করতেই তার এই উদ্যোগ। বিবিসির খবরে এ সংবাদ জানানো হয়। ৯০ বছর বয়সী হ্যারিস অফোর্ড নিউ ইয়র্ক টাইমসে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা এবং বিয়ের সমর্থনে একটি প্রবন্ধ লিখেন। তিনি বলেন, তিনি এমন এক সময়ে বেঁচে আছেন যখন এই পদ্ধতির ফলে বিয়ে আরো ‘শক্তিশালী’ হয়েছে। আর এজন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। তিন সন্তানের জনক অফোর্ড বলেন, তার জীবনে দুইবার প্রকৃত প্রেম এসেছে। প্রথমবার তার স্ত্রী ক্লেয়ারের সঙ্গে। ১৯৯৬ সালে ক্লেয়ার লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দ্বিতীয়বার প্রেম হয় ৪০ বছর বয়সী পুরুষ ম্যাথু চার্লটনের সঙ্গে। ক্লেয়ারের মৃত্যুর পাঁচ বছর পর চার্লটনের সঙ্গে পরিচয় হয় তার। প্রবন্ধে তিনি আরও বলেন, ‘আমি যাদেরকে ভালোবাসি, লিঙ্গ দিয়ে তাদের পার্থক্য করি না। আমি ৫০ বছর বিবাহিত জীবন কাটিয়েছে একজন অসাধারণ নারীর সাথে। দ্বিতীয়বার আরেকজন ভালোবাসার মানুষের দেখা পেয়ে আমি ভাগ্যবান।’ ২০১৫ সালের জুন মাসের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোতে পৃথক আইন ছিল। তখনই সুপ্রিম কোর্ট সেই আইন বাতিল করে দেশজুড়ে সমলিঙ্গ বিয়েকে বৈধ ঘোষণা করে। কিন্তু আদালত অনুমতি দিলেও সমলিঙ্গের বিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্কের শেষ নেই। অনেকেই এটাকে এখনো গ্রহণ করতে পারছে না। সমকামীদের প্রতি বৈষম্যও রয়েছে অনেক।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment