Sunday, April 24, 2016
১৩ লাখ টন ধান-চাল কিনবে সরকার
আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবার সরকার ১৩ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩২ টাকা দরে ৬ লাখ টন চাল ও ২৩ টাকা দরে ৭ লাখ টন ধান সংগ্রহ করা হবে। রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বোরো সংগ্রহে বলা যায় এবার আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছি। এর আগে কখনও কৃষকের কাছ থেকে ৭ লাখ টন ধান সংগ্রহ করা হয়নি। তিনি বলেন, কৃষককে প্রণোদনা দিতে ও ফরিয়াদের দৌরাত্ম্য কমাতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। গত বছর ৩২ টাকা দরে ১০ লাখ টন চাল ও ২২ টাকা কেজি দরে এক লাখ টন ধান সংগ্রহ করে সরকার। এছাড়া ২৮ টাকা দরে দেড় লাখ টন গম কেনা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment