আজ পৃথিবীকে নিয়ে ভাববার দিন, ‘আর্থ ডে'? আর এই দিনকে ঘিরে চমৎকার ডুডল এনেছে গুগল।
১৯৭০ সাল থেকে এই দিন পালন করার রীতি চালু হয়। এই দিবসের লক্ষ্য হলো পরিবেশ দূষণ থেকে শুরু করে পৃথিবীর ভালো-মন্দের নানা বিষয়ে মানুষকে একজোট করা।
আর্থ ডে উদযাপনের ফলে বিশ্বপ্রকৃতি নিয়ে মানুষের জানার পরিধি যে অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। পরিবেশপ্রেমীরা আবিষ্কার করেছেন বহু নতুন গাছ। ডজনখানেক নতুন প্রজাতির প্রাণীর খোঁজ মিলেছে। মানুষের আগে হোমো নালেদিরা যে এ পৃথিবীতে রাজত্ব করত, তাও জানা গেছে। এর পাশাপাশি উদ্বেগও কম নয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে উল্লখযোগ্যভাবে পাল্টে যাচ্ছে দেশে দেশে ঋতুর সময়কাল। দূষণ দানবে পৃথিবীর মুখ ঢাকছে প্রতিনিয়ত। আর এ সব মনে করাতেই দারুণ সব ডুডল এনেছে গুগুল।
পাঁচটি ডুডলে পৃথিবীর প্রকৃতি-প্রাণীর চমৎকার রূপ তুলে ধরেছে মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। ডুডলগুলো দেখলে যে কারো মনে হবে, এ সুন্দরকে নষ্ট করেছি আমরাই। কোথাও যদিও বলা নেই, তবু দৃশ্যসুখের ডুডল যেন পৃথিবীর মনোরম ছবিটিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিতেই সবাইকে উদ্বুদ্ধ করবে। সূত্র- টেলিগ্রাফ ও টাইম ডটকম।
No comments:
Post a Comment