Social Icons

Friday, August 26, 2016

৪ বছর অবরুদ্ধ থাকার পর দারাইয়া ছাড়ছে বিদ্রোহীরা

সিরিয়ার দারাইয়া শহর থেকে বিদ্রোহী যোদ্ধা এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে শহর ছাড়ার ব্যাপারে একটি চুক্তি হয়েছে। শহরটি ২০১২ থেকে সরকারি বাহিনীর দখলে রয়েছে। চার বছর অবরুদ্ধ থাকার পর শুক্রবার থেকে শহর ছাড়তে শুরু করে এখানকার বাসিন্দা ও বিদ্রোহীরা।
 
বোমা ও শেলের আতঙ্কে, ক্ষুধা-পিপাসার মধ্যে সেখানকার মানুষ কোনোমতে বেঁচে ছিলেন। গত জুনে ৪ বছরের মধ্যে প্রথমবার দারাইয়ায় বাইরে থেকে ত্রাণ সরবরাহ করা হয়।
 
সিরিয়ার ব্যাপারে জেনেভায় বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তারা আলেপ্পোতে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করবেন। সম্প্রতি সেখানে যুদ্ধের তীব্রতা বেড়েছে। সেখানে মারা যাচ্ছে শত শত মানুষ।
দারাইয়া চুক্তি অনুযায়ী ৭০০ সশস্ত্র বিদ্রোহী ইদলিবে এবং চার হাজার বেসামরিক নাগরিক সরকারি আশ্রয়কেন্দ্রে যাবে। সিরিয়া সরকারের বিরুদ্ধে যে ক’টি শহরে প্রথমদিকে আন্দোলন শুরু হয় তার মধ্যে দারাইয়া একটি। সেখান থেকে বিদ্রোহীদের পুরোপুরি সরে যাওয়া আসাদ সরকারের একটি বিজয়।
 
একজন বিদ্রোহী বলেন, আমরা সরে যেতে বাধ্য হচ্ছি। অনেকদিন আমরা রুখে দাঁড়িয়েছি কিন্তু এখন আর পারা যাচ্ছে না। -বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates