সম্প্রতি একটি সাইটে প্রকাশিত বিবৃতিতে এই কোম্পানিটি জানায়, "আমরা প্রতিষ্ঠা লাভের চার বছর পর প্রথমবারের মত হোয়াটস অ্যাপের গোপনীয়তা নীতিতে নতুনত্ব আনছি। আমাদের এই কর্মসূচীর অংশ হিসেবে আমরা প্রদর্শন করব যে আমরা ফেসবুকে যোগ দিয়েছি। এছাড়া আমরা সামনে আরো পরিকল্পনা হাতে নেব যাতে আপনারা এই অ্যাপটির মাধ্যমে ফেসবুকের সাথে আরো বেশি যুক্ত হতে পারেন"।
তবে তারা কোন ব্যবহারকারীর তথ্য ফেসবুকের কাছে বিক্রি করবে না বলে নিশ্চিত করেছে এই ম্যাসেজিং সাইটটি। এছাড়া গ্রাহকদের ফোন নাম্বারও সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে এই কোম্পানিটি।
তবে এতে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াটস অ্যাপের গ্রাহকরা। কারণ অনেকেই শুধুমাত্র হোয়াটস অ্যাপের সাথে যুক্ত আছেন। সুতরাং এটা তাদের জন্য চিন্তার কারণ বলে মনে করেন অনেকে।
এ বিষয়ে ইলেক্ট্রনিক প্রাইভেসি ইকোনমিক সেন্টারের সভাপতি মার্ক রটেনবার্গ এক ইমেইল বার্তায় বলেন, "এখানে কোন নিশ্চয়তা নেই যে গ্রাহকদের কোন তথ্য গোপন থাকবে। সুতরাং গ্রাহকরা যেকোন সমস্যায় পরতে পারেন"।
সূত্রঃ ইউপিআই
No comments:
Post a Comment