অর্ধশতাব্দীর বৈরীতার পর অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্ক সোমবার মধ্যরাত থেকে তাদের সবসেনাকে যুদ্ধবিরতির নির্দেশ দেয়।
বিশ্বের সবচেয়ে দীর্ঘসময়ের বিদ্রোহের মধ্যে একটির অবসান ঘটলো। ৫২ বছর ধরে এই বিরোধের অবসান ঘটলো। চার বছর ধরে কিউবায় এই শান্তি আলোচনা চলছিলো।
কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। ফার্কের নেতা রদ্রিগো লন্ডনো বলেন, আর কখনো বাবা-মা’রা যুদ্ধে নিহত শিশুদের কবর দিবেন না। আমাদের সব শত্রুতার অবসান হয়েছে।’ বিবিসি
No comments:
Post a Comment