মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক জানিয়েছেন, ট্রাইব্যুনালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতেই রায়ের কপি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার বিকাল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।
সকাল নয়টা ১ মিনিটে মৃত্যুদণ্ডের রায় পুনঃবিবেচনা চেয়ে মীর কাসেম আলীর রিভিউ পিটিশন খারিজ করে দেয় আপিল বিভাগ। রিভিউ খারিজের রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই রায়ে একমত পোষণ করেছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। প্রকাশিত রায়টি ২৯ পৃষ্ঠার।
No comments:
Post a Comment