দুই বোন একই সঙ্গে চালালেন একটি বোয়িং-৭৭৭ বিমান। এই প্রথম। দু’জনেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ) বিমান চালিয়েছেন বহু দিন। আলাদা আলাদা ভাবে। দুই বোন একই সঙ্গে একই বিমানের পাইলট হলেন এই প্রথম। বিশ্বে নজিরও গড়ে ফেললেন।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র ড্যানিয়েল গিলানি জানিয়েছেন, দুই বোনের নাম মরিয়ম মাসুদ ও ইরম মাসুদ। পিআইএ-র দক্ষ পাইলট হিসেবে তাঁরা বোয়িং-৭৭৭-এর মতো বড় বিমান চালাচ্ছেন বহু দিন ধরেই। দু’জনেই বিমানের ফার্স্ট অফিসার। তবে দু’জনে এই প্রথম একই সঙ্গে চালালেন বোয়িং-৭৭৭ বিমান। বিশ্বের কোনও দেশে দুই বোন একই সঙ্গে বিমান চালিয়েছেন, এমন নজির রয়েছে বলে আমাদের অন্তত জানা নেই।
Wednesday, August 31, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment