চলতি মৌসুমে দলের হয়ে যথেষ্ট খেলার সুযোগ না পেলে কাম্প নউ ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতে পারেন বলে জানিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়া।
এই গ্রীষ্মের দলবদলে দলের শক্তি বাড়ান বার্সেলোনার কোচ লুইস এনরিকে। স্পেনের দুই মিডফিল্ডার দেনিস সুয়ারেস আর পর্তুগালের আন্দ্রে গোমেসকে দলে ভেড়ান তিনি। এর ফলে ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়ার ম্যাচে কম সময় পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ব্রাজিলের হয়ে রিও দে জেনেইরো অলিম্পিক ফুটবলের সোনা জেতা ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার কাতালুনিয়া রেডিওকে বলেন, "আমি ছেড়ে যাওয়ার কথা ভাবছি না। সত্যি হচ্ছে এই যে আমি বার্সায় থাকতে চাই।”
তবে মাঠে নিয়মিত খেলার সময় না পেলে ক্লাব ছাড়াটাকেই যৌক্তিক মনে করেন রাফিনিয়া।
“একজন খেলোয়াড়ের জন্য যা সবচেয়ে ভালো আর যা স্বাভাবিক তা হলো, সে মাঠে থাকতে চাইবে। এটা যদি এখানে না ঘটে ধারে অন্য কোথাও যেতে আমার সমস্যা নেই। তবে বার্সায় খেলার সময় পেতে আমি আমার সর্বস্ব দেব।”
No comments:
Post a Comment