আবারও বন্দুকধারীর হামলার আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দরে। তবে এবার ইস্তানবুলে নয়, লস এঞ্জেলসে। আর এ কারণে লস এঞ্জেলস বিমানবন্দরের একাংশ বন্ধ করে দেয়া হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
লস এঞ্জেলস বিমানবন্দরের বেশ কিছু টার্মিনাল থেকে গুলির আওয়াজ শোনার কথা জানানো হয়। এতে সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে পুলিশ নিশ্চিত করে জানিয়েছে, গোলাগুলির খবর ভুয়া।
লস এঞ্জেলস পুলিশ বিভাগের জনসংযোগ শাখা থেকে এক টুইটে বলা হয়েছে, 'বড় ধরনের কোনো শব্দকে গুলির আওয়াজ মনে করা হয়েছে। আদৌ গুলিটুলি কিছু হয়নি। কেউ আহতও হয়নি। তদন্ত চলবে।'
জনসংযোগ শাখা থেকে আরও বলা হয়েছে, যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো বিমানবন্দর এলাকা।
No comments:
Post a Comment