নিজের নতুন বোলিং অ্যাকশন নিয়ে আত্মবিশ্বাসী বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে নতুন বোলিং নিয়ে পরীক্ষা দিবেন তিনি। পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত জানিয়ে সানি বলেন, ‘ব্রিসবেনের পরীক্ষার জন্য আমি প্রস্তুত। নতুন বোলিং অ্যাকশন নিয়ে অনেক কাজ করেছি। আমি আত্মবিশ্বাসী।’
গত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সানির পাশাপাশি একই কারণে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদও।
এরপর থেকে নিজেদের বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করেছেন সানি ও তাসকিন। তাই আগামী ৮ সেপ্টেম্বর বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষায় নামবেন তারা। নিজের পরীক্ষার ব্যাপারে বেশ আশাবাদি সানি, ‘আমার নতুন বোলিং অ্যাকশন নিয়ে আমি আশাবাদি। ব্রিসবেনে বোলিং পরীক্ষা ভালো হবে। যে সমস্যা ছিলো তা নিয়ে অনেক বেশি কাজ করেছি। অ্যাকশন ঠিক করতে বোলিং-এ মনোযোগ দিয়েছি। অনুশীলন করেছি অনেক।’
বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার কথাও জানালেন সানি, ‘আমি দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী, বোলিং অ্যাকশন শুধরে দলে ফিরবো। নতুন বোলিং অ্যাকশন নিয়মিত করতে পারলে নতুনটাতেও সাফল্য পাবো। আমার বোলিং অ্যাকশন এখন আগের চেয়ে অনেক ভালো। অনুশীলনে কোচ দেখে তাই বলেছেন। আমিও আশা করছি ভালো কিছু হবে।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment