Social Icons

Tuesday, August 30, 2016

ঋণ পরিশোধ করতে আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া!

মানুষ দুনিয়াবী প্রয়োজনে অভাবগ্রস্ত হয়ে ধার-দেনা বা ঋণ করে থাকে। অনেক সময় মানুষ দুনিয়াবি কারণবশত অথবা আল্লাহর অসন্তুষ্টির কারণে প্রচণ্ড অভাবগ্রস্ত হয়ে পড়ে। যার ফলে সে দেনাদারের ঋণ পরিশোধে অপারগ হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেনাদারের ঋণ পরিশোধ করতে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য হজরত আলি রাদিয়াল্লাহু আনহুকে একটি দোয়া শিখিয়েছিলেন। যা তুলে ধরা হলো-
হজরত আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদা তার নিকট এক ঋণগ্রস্ত ব্যক্তি এসে বলে, আমি আমার ঋণ পরিশোধ করতে অক্ষম, আমাকে সাহায্য করুন! হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে এমন এক বাক্য শিখাব না? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে শিখিয়েছেন। যদি তোমার ওপর পাহাড় পরিমাণ ঋণের চাপও থাকে, আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তুমি বলবে-
উচ্চারণঃ আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। (তিরমিজি, মিশকাত)
অর্থঃ ‘হে আল্লাহ! তুমি আমাকে হালালের সাহায্যে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ব্যতিত সকল কিছু হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও। অর্থাৎ তুমি ছাড়া যেন আমাকে আর কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন না হয়।
আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধ করার তাওফিক দান করুন। আমিন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates