Social Icons

Sunday, August 28, 2016

বিশ্বের প্রবীণতম মানুষের সন্ধান মিলল ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ার জাভায় খোঁজ মিলল বিশ্বের প্রবীণতম ব্যক্তির। মাবাহ্ গোথো নামে ওই বৃদ্ধের বয়স ১৪৫ বলে দাবি তার আত্মীয়দের। দাবি প্রমাণ করতে সরকারি নথিও পেশ করেছেন তারা। তেমনটা হলে মাবাহ্ই হবেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি।
 
এর আগে সব থেকে বেশি দিন বাঁচার রেকর্ড ছিল ফরাসি মহিলা জিন ক্লামেঁটের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যু হয়েছিল তার। তার পর থেকে একাধিক ব্যক্তি তার থেকেও বেশিদিন জীবিত বলে দাবি করলেও নথি পেশ করতে পারেননি কেউ।
 
ইন্দোনেশিয়ার জাভার সারগেন প্রদেশের বাসিন্দা মাবাহ্-র পেশ করা সরকারি নথি বলছে তার জন্ম ১৮৭০ সালের ৩১ ডিসেম্বর। ১০ ভাইবোনের কেউই বেঁচে নেই। মৃত্যু হয়েছে ৪ স্ত্রীরও। স্বজন বলতে এখন নাতি-নাতনি, তাদের ছেলেপুলে ও তাদের ছেলেপুলেরা।
 
বৃদ্ধ দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেক আগে। সারা দিন কাটে রেডিও শুনে। আর প্রশ্ন করলে একটাই জবাব দেন, ‘মরতে চাই'।
 
১৯৯২ সালে কবরের জন্য জমি কিনে রেখেছেন তিনি। তার পরও আড়াই দশক পার হলেও এখনও বহাল তবিয়তে জীবিত তিনি। ইন্দোনেশিয়ার প্রশাসন তার পেশ করা নথি আসল বলে জানিয়েছে। এখন কোনও নিরপেক্ষ সংস্থা সেটিকে স্বীকৃতি দিলেই রেকর্ড বুকে নাম উঠবে তার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates