বাণিজ্যিকভাবে গর্ভভাড়া বা সারোগেসি নিষিদ্ধে একটি আইনের খসড়া প্রকাশ করেছে ভারত সরকার। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই খসড়া আইন দেশটির পার্লামেন্টে পাস হলে ভারতীয় পাসপোর্ট নেই, ভারতীয় একক বাবা-মা এবং সমকামী, এমন ব্যক্তিরা সারোগেসির মাধ্যমে সন্তানের অধিকারী হতে পারবেন না।
সন্তানহীন দম্পতিরা এই পদ্ধতিতে সন্তানের অধিকারী হতে পারবেন। তবে এ ক্ষেত্রে সারোগেট মাকে অবশ্যই ঐ দম্পতির নিকটাত্মীয় হতে হবে।
সন্তানহীন দম্পতিদের গোষ্ঠী খসড়া এই আইনের সমালোচনা করে বলেছে, এতে করে অবৈধ সারোগেসি ইন্ডাস্ট্রির বিস্তার ঘটতে পারে।
বিশ্বে ‘গর্ভভাড়ার কেন্দ্র্র’ বা ‘সারোগেসি হাব’ হিসেবে ভারতকে বিবেচনা করা হয়। সেখানে সন্তানহীন ভারতীয় দম্পতি ছাড়াও অনেক বিদেশিও টাকার বিনিময়ে সন্তানের জন্মদান পর্যন্ত দেশটির স্থানীয় নারীদের গর্ভভাড়া করে থাকেন।
নতুন খসড়া হওয়া আইনে বলা হয়েছে, আইন অমান্যকারীকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল এবং নগদ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।
খসড়া আইনে বলা হয়েছে, সারোগেট মা কেউ হতে পারেন। তবে, তাতে কোনও ধরনের আর্থিক লেনদেন চলবে না। শুধু সারোগেট মায়ের যাবতীয় চিকিত্সা ব্যয় বহন করা যাবে।
বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই ভারতের। সমালোচকেরা বলছেন, মূলত দারিদ্র্যের কারণেই নারীরা টাকার বিনিময়ে সারোগেট মা হচ্ছেন।
No comments:
Post a Comment